আল্লামা সাঈদীর যুগান্তকারী বক্তব্য
লিখেছেন লিখেছেন মোঃজামিল ইসলাম ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৩৭:৩৭ রাত
আল্লামা দোলোয়ার হোসাইন
সাইদীর যুগান্তকারী বক্তব্য
-----------------------------------------
আমাকে বলছে রাজাকার !
শুনে রাখো চট্রগ্রামের লক্ষ
লক্ষ
জনতা ।
পার্লামেন্টে আমাকে যখন এই
কথা বলা হয়েছিল, প্রধান মন্ত্রী সহ
অন্তত ৩
শতাদিক পার্লামেন্টের সম্মানিত
সদস্যরা সেদিন বসা । ১৯৯৭ সনের
বাজেট
বক্তৃতা যখন আমি করতেছিলাম
ডঃ কুদরতে খুদার প্রনিত
শিক্ষা ব্যবস্তার যখন
সমালোচনা করছিলাম, তখন
ট্রেজারী ব্রেঞ্চ
থেকে আমাকে বলা হয়েছিল
রাজাকার !
আমি আমার সমস্ত শক্তি একত্রিত
করে বলেছিলাম-
"শুধু হিন্দুস্তানের
রাজাকারেরাই"
আমাকে রাজাকার বলতে পারে ।
আমি বলেছিলাম ১৯৭৩ সন পর্যন্ত
আমি কোন
রাজনতিক দলের
নেতা এবং কর্মী ছিলাম
না । আমি রাজাকার নই ।
আমাকে রাজাকার
বলে যদি তা কেউ প্রমাণ
করতে না পারে ১০ কোটি টাকার
মানহানী মামলা দায়ের করবো ।
আমার এই
বক্তব্য সারা দুনিয়া শুনেছে ।
সে দিন ৩
শতাদিক পার্লামেন্টের কেউ
আমার
চ্যালেঞ্জ গ্রহন করেন নাই । এর
পরে ১৯৯৭
সনের ৭- ই অক্টোবর দৈনিক জনকন্ঠ
পত্রিকা যখন লিখল সেই পত্রিকায়
"সাঈদীর
অপেন চ্যালেঞ্জ" অষ্ঠম
পাতা ১৯৯৭
সনের
৭- ই অক্টোবর।
সেখানে আমি বলেছি-
বাংলাদেশের সকল সাংবাদিক,
গোয়েন্দা বিভাগ,
বাংলাদেশের সকল
বুদ্ধিজীবীকে আমি আমার
পিরোজপুরে আমন্ত্রণ করছি । আমার
উপস্থিতিতে যদি কেউ প্রমাণ
করতে পারে বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধের
বিরুদ্ধে আমার
কোন
ভূমিকা ছিল তাহলে স্বজ্ঞানে-
স্বেচ্ছায়
জাতীয় সংসদের সদস্য পদ
থেকে পদত্যাগ
করব । অনেক বছর পার হয়েগেছে আজ
পর্যন্ত
কেউ এই চ্যালেঞ্জের
মোকাবেলা করে নাই ।
সুতরাং আমাকে যারা রাজাকার
বলবে-
তারা পিতৃ পরিচয়হীন অবৈধ
সন্তান"।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাধীনতার ২২ বছর পরে জন্মে যদি আমরা নব্য রাজাকার হতে পারি তাহলে রাজাকার হিসেবেই গর্বিত , ভালো লাগলো অনেক ধন্যবাদ
ফিরে পেত চাই সেই দিন গুলো।
মন্তব্য করতে লগইন করুন